Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আপনার শিশু জন্মের ৪৫ দিনে মধ্যে অবশ্যই জন্ম-নিবন্ধন করে নিন ।
বিস্তারিত

Flowchart: Terminator: উন্নয়নের গণতন্ত্র
শেখ হাসিনার মূলমন্ত্র
জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়

 

১২নং চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ

কালিয়া, নড়াইল ।

 

 

 

অত্র ইউনিয়নের স্থায়ীভাবে বসবাসকারী/জন্ম গ্রহনকরা ব্যক্তিগণ নিবন্ধন এর জন্য নিম্নলিখিত প্রমাণাদি আবেদন পত্রের সহিত সংযুক্ত করিতে হইবে ।

 

ক্রঃনং

প্রয়োজনীয় তথ্যাবলী

সনদ প্রদানকারী কর্তৃপক্ষ

০১

০০ থেকে জন্মের ৪৫ দিন পর্যন্ত নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবে:

ক। যথাযথ ভাবে আবেদন ফরম পূরন ।

খ। ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র/ কার্ডের সত্যায়িত ফটোকপি ।

গ। পূর্বে কোথাও নিবন্ধন হয়নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন ।

ঘ। ইউপি ট্যাক্স পরিশোধ এর ফটো কপি ।

ঙ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং

চ। জাতীয় পরিচয় সনদ এর ফটোকপি ।

 

 

চেয়ারম্যান

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়

০২

৪৬ থেকে জন্মের ০৬ মাস পর্যন্ত নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবে:

ক। যথাযথ ভাবে আবেদন ফরম পূরন ।

খ। ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র/ কার্ডের সত্যায়িত ফটোকপি ।

গ। পূর্বে কোথাও নিবন্ধন হয়নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন ।

ঘ। ইউপি ট্যাক্স পরিশোধ এর ফটো কপি ।

ঙ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং

চ। জাতীয় পরিচয় সনদ এর ফটোকপি ।

ছ। বিলম্বের কারণ সম্বলিত এফিডেভিট ।

 

 

চেয়ারম্যান

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়

উদ্যাক্তা: মোঃ শামীম হোসেন শিমুল ০৩

০৬ মাস থেকে জন্মের ০২ বছর পর্যন্ত নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবে:

ক। যথাযথ ভাবে আবেদন ফরম পূরন ।

খ। ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র/ কার্ডের সত্যায়িত ফটোকপি ।

গ। পূর্বে কোথাও নিবন্ধন হয়নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন ।

ঘ। ইউপি ট্যাক্স পরিশোধ এর ফটো কপি ।

ঙ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।

চ। জাতীয় পরিচয় সনদ এর ফটোকপি ।

ছ। বিলম্বের কারণ সম্বলিত এফিডেভিট এবং

জ। আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠাতে হবে, উপজেলা: নির্বাহী অফিসার যাচাই বাছাই করে, ব্যক্তিগত শোননী গ্রহন করে প্রয়োজনীয় প্রমাণাদি পরীক্ষা পূর্বক জন্ম তথ্য বিষয়ে নিশ্চিত হলে, জন্ম নিবন্ধনর করার বা না করার জন্য ইউনিয়ন কে নির্ধেশ দিবেন ।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

০৪

০২ বছর থেকে জন্মের ০৫ পর্যন্ত নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবে:

ক। যথাযথ ভাবে আবেদন ফরম পূরন ।

খ। ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র/ কার্ডের সত্যায়িত ফটোকপি ।

গ। পূর্বে কোথাও নিবন্ধন হয়নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন ।

ঘ। ইউপি ট্যাক্স পরিশোধ এর ফটো কপি ।

ঙ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।

চ। জাতীয় পরিচয় সনদ এর ফটোকপি ।

ছ। বিলম্বের কারণ সম্বলিত এফিডেভিট এবং

জ। আবেদন রেজিষ্টার জেনারেলের নিকট পাঠাতে হবে, রেজিষ্টার জেনারেল যাচাই বাছাই করে, ব্যক্তিগত শোননী গ্রহন করে প্রয়োজনীয় প্রমাণাদি পরীক্ষা পূর্বক জন্ম তথ্য বিষয়ে নিশ্চিত হলে, জন্ম নিবন্ধনর করার বা না করার জন্য ইউনিয়ন কে নির্ধেশ দিবেন ।

 

 

রেজিষ্টার জেনারেলের কার্যালয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন

স্থানীয় সরকার বিভাগ

পরিবহন পুল ভবন (৯ম তলা)

সচিবলয় লিংক রোড, ঢাকা-১০০০।

০৫

০৫ বছরের উপরে নিবন্ধনের জন্য যাহা প্রয়োজন হবে:

ক। যথাযথ ভাবে আবেদন ফরম পূরন ।

খ। ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র/ কার্ডের সত্যায়িত ফটোকপি ।

গ। পূর্বে কোথাও নিবন্ধন হয়নাই মর্মে অভিভাবকের প্রত্যয়ন ।

ঘ। ইউপি ট্যাক্স পরিশোধ এর ফটো কপি ।

ঙ। পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।

চ। জাতীয় পরিচয় সনদ এর ফটোকপি ।

ছ। বিলম্বের কারণ সম্বলিত এফিডেভিট ।

জ। বয়স প্রমান পত্র(শিক্ষাগত যোগ্যতার সনরদ অথবা সরকারী হাসপাতালের রেডিওলোজি বিভাগ কর্তৃক বয়স প্রমান করে  উক্ত হাসপাতালের প্রধানরে প্রত্যয়ন ।

ঝ। আবেদন রেজিষ্টার জেনারেলের নিকট পাঠাতে হবে, রেজিষ্টার জেনারেল যাচাই বাছাই করে, ব্যক্তিগত শোননী গ্রহন করে প্রয়োজনীয় প্রমাণাদি পরীক্ষা পূর্বক জন্ম তথ্য বিষয়ে নিশ্চিত হলে, জন্ম নিবন্ধনর করার বা না করার জন্য ইউনিয়ন কে নির্দেশ দিবেন ।

 

 

রেজিষ্টার জেনারেলের কার্যালয়

জন্ম ও মৃত্যু নিবন্ধন

স্থানীয় সরকার বিভাগ

পরিবহন পুল ভবন (৯ম তলা)

সচিবলয় লিংক রোড, ঢাকা-১০০০।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2020
আর্কাইভ তারিখ
31/12/2022