Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিম্নবর্ণিত রাস্তা নির্মানের জন্য ওয়ার্ড কমিটি ব্যক্তি/সরবরাহকারী/ব্যবসায়ীর নিকট থেকে সিলমোহরকৃত দরপত্র আহব্বান কারা যাচ্ছে ।
বিস্তারিত

দরপত্র বিজ্ঞপ্তি (আরএফকিউ)

বিজ্ঞপ্তি নং ১/২০১৬-২০১৭

ওয়ার্ড কমিটির ঠিকানাঃ  

ওয়ার্ডের নং

             ইউনিয়ন: ১২নং চাঁচুড়ী

উপজেলা: কালিয়া

               জেলা: নড়াইল ।

 

নিম্নবর্ণিত রাস্তা নির্মানের জন্য ওয়ার্ড কমিটি ব্যক্তি/সরবরাহকারী/ব্যবসায়ীর নিকট থেকে সিলমোহরকৃত দরপত্র আহব্বান কারা যাচ্ছে ।

ক্র.নং

কাজের বর্ণনা

একক(ঘনমি.)

একক মূল্য

প্রতি আইটেমর জন্য পরিমান

মোট মূল্যা

০১

চাপুলিয়া খালেক মিনার বাড়ী হতে দাউদ মিনার বাড়ী অভিমুখী রাস্তা ইটের ফ্লাট সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৮০,০০০/-

০২

ডহর চাঁচুড়ী খাজা মিয়ার বাড়ী হতে উত্তর পাড়া নাজির মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

১,০০,০০০/-

০৩

কদমতলা রবিউল এর দোকানের পাশে ইটের সলিং হতে তোতা মেম্বর এর বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান।

 

 

 

৮০,০০০/-

০৪

কদমতলা বক্কার মিয়ার বাড়ী হতে কদমতলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান

 

 

 

৭৫,০০০/-

০৫

আটলিয়া পাকা রাস্তা সংলগ্ন আকিদুলের দোকান হতে ছলেমান এর বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৮০,০০০/-

০৬

বনগ্রাম মফিজের বাড়ী হতে জিয়াউল মোল্যা এর বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৭৫,০০০/-

০৭

কলিমন মিজানুরের বাড়ী সংলগ্ন পাকা রাস্তা হতে রোস্তম ফকিরের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

১,০০,০০০/-

০৮

সসুমেরুখোলা আজানুরের বাড়ী সংলগ্ন পাকা রাস্তা হতে খেয়াঘাট পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৭৭,৭৬৫/-

০৯

হাড়িয়ারঘোপ মধ্যপাড়া ভেড়ি সংলগ্ন তুলসির বাড়ী হতে ভোগীরাত এর বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৭০,০০০/-

১০

১২নং চাঁচুড়ী ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ।

 

 

 

১,০০,০০০/-

১১

চাঁচুড়ী ইউনিয়নেরর বিভিন্ন জায়গায় পানি নিস্কশনের জন্য ১ফুট ডায়া পাইপ কালভাট স্থাপন ও আকবারের ঘেরের পাড়ে একটা অগভীর নলকূপ স্থাপন ।

 

 

 

৪৯,০৩২/-

১২

ইউনিয়ন: ডিজিটাল সেন্টারের প্রজেক্টার, ডিজিটাল ক্যামেরা, ও কালার প্রিন্টার ক্রয় ।

 

 

 

১,০০,০০০/-

১৩

দাদদনতলা রবি মোল্যার বাড়ী হতে ইউসুফ শেখের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

১,০০,০০০/-

১৪

বিষ্ণুপুর পাকা রাস্তা সংলগ্ন ছত্তার মোল্যার বাড়ী হতে ইউনুচের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের সলিং দ্বারা নির্মান ।

 

 

 

৯০,০০০/-

 

শর্তাবলি:

১. কাজ/নির্মাণের পূর্ণাঙ্গ স্পেসিফকেশন ও পরিমান সম্বলিত সিডিউল উপরে প্রদত্ত ঠিকানায় ওয়ার্ড কমিটির নিকট থেকে পাওয়া যাবে ।

২. সিলমোহরকৃত দরপত্র অবশ্যই নিম্নোক্তা ঠিকানায়………………..তারিখ……..ঘটিকায় জমা দিতে হবে (একাধিক স্থানে হবে না) দরপত্র একই জায়গায় এবং একই তারিখে জন সমক্ষে খোলা হবে। খোলার সময় দরদাতা বা তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকতে পারবেন। দর ওপেনিং শিটে তারা স্বাক্ষর করবেন;

৩. একক ও মোট মূল্য (অঙ্কে ও কথায়) টাকায় উল্লেখ করতে হবে ।

৪. দরদাতাকে অববশ্যই পয়োজনীয় মানসম্পন্ন এবং সম্পূর্ন পরিমাণে কাজ প্রস্তাব করতে হবে । যদি একাধিক আইটেম থাকে, তাহলে সকল আইটেম ম্পূর্ন পরিমাণে প্রস্তাব করতে হবে ।

৫. প্রস্তাবিত দর অবশ্যই দাখিলের শেষ দিন থেকে ……..দিনে পর্যন্ত বহল থাকবে ;

৬. কার্যাদেশ পেলে, সরবরাহকারীকে সম্পূর্ন কাজ কার্যাদেশের তারিখ থেকে …….দিনের মধ্যে সরবরাহ করতে হবে। প্রাকৃতিক অথবা নিজ নিয়ন্ত্রণবহির্ভূত কারণ ব্যতিরেকে নির্ধারিত সময় থেকে কাজ সম্পাদন বিলম্বিত হলে সরবরাহের সর্বশেষ দিনের পর থেকে অসম্পাদিত কাজের মোট মূল্যর…….% হারে চুক্তির মোট মূল্য থেকে কর্তন করা হবে ;  

৭. উদ্ধৃত মূল্যের এবং প্রস্তাবিত কাজের মান ও পরিমানের ভিত্তিতে দরপত্র মূল্যায়ন করা হবে । কাজের মান, পরিমান ও অন্যান্য শর্তপূরন সাপেক্ষে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হবে ;

৮. নিম্ন বর্ণিত সূচি অনুযায়ী বিল পরিশোধ করা হবে । কোনো অবস্থাতেই কোনো প্রকার অগ্রিম প্রদান করা হবে না;

৯. কার্যাদেশ জারির সময়ে কমিটি কাজের সরবরাহের পরিমান ১৫% হ্রাস বা বৃদ্ধি করতে পারবে ।

১০. দরদাতা কর্তৃক উপরে বর্ণিত শর্তাবলির সাথে অসামঞ্জস্য বা বিরোধপূর্ণ কোনো শর্ত আরোপ করা হলে উক্ত দরপত্র বাতিল বলে গণ্য হতে পারে ।

১১. দ্রব্য/মালামাল সরবরাহের ক্ষেত্রে সরবরাহ সম্পন্ন হওয়ার পর এক মাস এবং পূর্ত কাজের ক্ষেত্রে কাজ সম্পন্ন করার পর দুই মাস পর্যন্ত চুক্তিমূল্যের ৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক রিটেনশন হিসাবে রেখে দেওয়া হবে । এ সময়ের মধ্যে নির্মাণ কাজে বা সরবরাহকৃত দ্রব্য/মালামালে কোন ত্রুটি পাওয়া না গেলে উক্ত অর্থ ফেরত দেওয়া হবে ।

 

 

 

                                           স্বাক্ষর, আহবায়ক

                                           ওয়ার্ড কমিটি

 

 

অনুলিপি বিতরন :

১. ইউপি অফিসের নোটিশ বোর্ড

২. উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ড

৩. হাট-বাজার ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান

৪. জনাব…………………………………………

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/03/2017
আর্কাইভ তারিখ
31/12/2018