সীমানাঃ-উত্তরে চাঁচুড়ী বিল,দক্ষিণে পুরুলিয়া ইউনিয়ন, পূর্বে বাবরা হাচলা ইউনিয়ন এবং পশ্চিমে সিংগাশোলপুর ইউনিয়ন অবস্থিত।
আয়তনঃ- ২২.৬২২ বর্গ কিঃ মিঃ
লোকসংখ্যাঃ- ১৫,২৮৫ জন।পূরুষ ৭,৬৪০ জন,নারী ৭,৬৪৫ জন।
গ্রামের সংখ্যাঃ- ২০টি ।
শিক্ষাপ্রতিষ্ঠানঃ- ১৯ টি।
শিক্ষার হারঃ- ৪৩ %।
মৌজার সংখ্যাঃ-১৬ টি।
মসজিদ সংখ্যাঃ- ৩১ টি।
ঈদগাহ সংখ্যাঃ-
কবর স্থান সংখ্যাঃ- ১১ টি।
মন্দির সংখ্যাঃ- ১৪ টি।
শ্ণশান সংখ্যাঃ- ০২ টি।
খালের সংখ্যাঃ- ৭ টি।
বিলের সংখ্যাঃ-০৪ টি।
মাঠের সংখ্যাঃ- ০৩ টি।
নদীর সংখ্যাঃ- ০১ টি।
হাটের সংখ্যাঃ- ০১ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস